৩০ বছরের ক্ষমতা ১৮ দিনে পতন

এক মাসের মধ্যেই আরব বিশ্বের দুজন একনায়কের পতন হলো। প্রথমজন তিউনিসিয়ার প্রেসিডেন্ট জয়নুল আবেদিন বেন আলী। দীর্ঘ ২৩ বছর ক্ষমতায় থাকার পর গণবিক্ষোভের মুখে গত ১৪ জানুয়ারি দেশ ছেড়ে বাধ্য হন তিনি। এরপর গত শুক্রবার পদত্যাগ করেন মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক। আরব বিশ্বের দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা একনায়কদের মধ্যে অন্যতম মোবারক দীর্ঘ ৩০ বছর ক্ষমতায় ছিলেন। দারিদ্র্য, দুর্নীতি ও বেকারত্বে অতিষ্ঠ জনগণের টানা ১৮ দিনের বিক্ষোভে ক্ষমতা ছাড়তে বাধ্য হন তিনি।
বিশ্লেষকেরা অনেক দিন ধরেই বলছিলেন, বাইরে থেকে টেকসই মনে হলেও মোবারক ক্রমেই অজনপ্রিয় হয়ে উঠছেন। জনমনে তাঁর বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে। অবনতিশীল অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির কারণে সবকিছু পাল্টে যায়। বিশেষ করে গত পার্লামেন্ট নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ বেকায়দায় ফেলে মোবারককে। জনমনে ক্ষোভের বিস্ফোরণ ঘটতে শুরু করে। এই পরিস্থিতিতে গত ১৭ জানুয়ারি কায়রোতে পার্লামেন্ট ভবনের সামনে মোবারকের পদত্যাগের দাবিতে চলতে থাকা বিক্ষোভকালে নিজের শরীরে আগুন ধরিয়ে দেন এক বিক্ষোভকারী। এই আগুন যেন ছড়িয়ে পড়ে মিসরের জনমনে।

No comments

Powered by Blogger.