পাকিস্তানে গ্রেপ্তার মার্কিন নাগরিককে মুক্তি দিতে আদালতের না

পাকিস্তানে জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার এক মার্কিন নাগরিককে ছেড়ে দেওয়ার যেকোনো প্রচেষ্টায় বাধা দিয়েছেন সে দেশের একটি আদালত। কূটনৈতিক রক্ষাকবচের কথা উল্লেখ করে ওই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
দুই মোটরসাইকেল আরোহীকে গুলি করে হত্যার ঘটনায় গত বৃহস্পতিবার মার্কিন কনস্যুলারের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়। পাকিস্তানি পুলিশ ওই ব্যক্তিকে রেমন্ড ডেভিস হিসেবে শনাক্ত করেছে। বলা হচ্ছে, ওই দুই ব্যক্তি তাঁকে ছিনতাই করতে যাচ্ছেন, এমন আশঙ্কা থেকে ডেভিস আত্মরক্ষার্থে ওই কাজ করেছেন।
এ ঘটনায় আরও একজন পাকিস্তানি মারা যান। লাহোরে মার্কিন কনস্যুলেটের একটি গাড়ির ধাক্কায় ওই ব্যক্তি প্রাণ হারান।
একজন জ্যেষ্ঠ পাকিস্তানি বিচারপতি গতকাল মঙ্গলবার ডেভিসকে মার্কিন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার যেকোনো প্রচেষ্টাকে রুদ্ধ করে দেন। এ ছাড়া ওই ব্যক্তির নাম বহির্গমন নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি ইজাজ আহমেদ চৌধুরী বলেন, ডেভিসকে মার্কিন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার ব্যাপারে তিনি বাধা দিয়েছেন। তাঁর কূটনৈতিক রক্ষাকবচ আছে কি নেই, তা আদালত নির্ধারণ করবেন।

No comments

Powered by Blogger.