জর্ডানে সরকার বরখাস্ত মারুফ বাখিত নতুন প্রধানমন্ত্রী

জর্ডানের বাদশাহ আবদুল্লাহ গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী সামির রিফাইর সরকারকে বরখাস্ত করেছেন। তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে মারুফ বাখিতের নাম ঘোষণা করেছেন। পরিবর্তনের দাবিতে বিরোধীদের কয়েক সপ্তাহের বিক্ষোভের পর এই ঘোষণা দেওয়া হলো।
রাজপ্রাসাদের এক বিবৃতিতে বলা হয়, সামির রিফাইর সরকারের জায়গায় নতুন সরকার গঠনের জন্য মারুফ বাখিতকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন বাদশাহ আবদুল্লাহ।
বিবৃতিতে আরও বলা হয়, বাখিত সরকারের লক্ষ্য হবে সত্যিকারের রাজনৈতিক সংস্কার শুরু, জর্ডানের গণতান্ত্রিক যাত্রা জোরদার এবং দেশের সব নাগরিকের জন্য নিরাপদ ও যথোপযুক্ত জীবনযাত্রা নিশ্চিতে দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া।
এদিকে জর্ডানের ইসলামপন্থী বিরোধীরা গত সোমবার বলেছেন, তাঁরা ইতিমধ্যেই রাষ্ট্রের সঙ্গে সংলাপ শুরু করেছেন।
ইসলামিক অ্যাকশন ফ্রন্টের নির্বাহী পর্ষদের সদস্য জাকি বানি রশিদ বলেন, বিরোধীদের দাবির মধ্যে রয়েছে সরকারের পদত্যাগ, নির্বাচনী আইনের সংশোধনী ও একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় মুক্তি সরকার গঠন।

No comments

Powered by Blogger.