টপঅর্ডারের ব্যাটিং ‘অগ্রহণযোগ্য’: ভেট্টোরি

নেপিয়ারে চতুর্থ ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমে ৮০ রানেই পাঁচ উইকেট হারিয়ে বসেছিল কিউইরা। পরে, ম্যাককালাম ভাতৃদ্বয় ও জেমস ফ্র্যাঙ্কলিনের কল্যাণে কোনোমতে সংগ্রহটাকে ভদ্রোচিত করতে পেরেছে নিউজিল্যান্ড। তারপরেও, মিসবাহ-উল-হকের কল্যাণে শেষপর্যন্ত আরো একটি পরাজয়ই সঙ্গী হয় গত কয়েকমাস ধরে নিজেদের হারিয়ে খুঁজতে থাকা, এককালের লড়াকু নিউজিল্যান্ড দলের।পাকিস্তানের বিপক্ষে সিরিজের চতুর্থ ওয়ানডেতে টপ অর্ডারের ব্যাটিংয়ে দারুণ বিরক্ত কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। সমালোচনাতেও কোনো রাখ-ঢাক না রেখেই বলেছেন, চতুর্থ ওয়ানডেতে দলের টপ অর্ডারের ব্যাটিং সত্যিই ‘অগ্রহণযোগ্য।’‘ভাগ্য ভালো যে জেমস ফ্রাঙ্কলিন ও নাথান এবং ব্র্যান্ডন ম্যাককালামের ইনিংসগুলো আমাদের মান বাঁচিয়েছে। তবে, ইনিংসের এক পর্যায়ে মাত্র ৮০ রানে পাঁচ উইকেট হারিয়ে বসাটা কোনো দলের জন্যই ভালো নয়।’ ভেট্টোরির ক্ষেদোক্তি।নেপিয়ারের উইকেট ব্যাটিংয়ের জন্য স্বর্গতুল্য ছিল বলে জানিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক। এমধ্যেই বোলারদের লড়াইটা আলাদা করেই চোখে পড়েছে সকলের। ভেট্টোরিও বলেছেন, বোলিংয়ের কল্যাণেই ম্যাচটা প্রায় জিতেই গিয়েছিল দল। এক্ষেত্রে বোলারদের কৃতিত্ব দিতেই হবে।
এদিকে, হ্যামিল্টনের পঞ্চম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে আক্রান্ত হয়ে নিজের খেলাটা অনিশ্চয়তার মধ্যেই ফেলে দিয়েছেন ভেট্টোরি। কোজ জন রাইটও ভেট্টোরির ব্যাপারে আশাবাদ জানাতে ব্যর্থ হয়েছেন। ছয় ম্যাচের সিরিজে একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর বাকি তিনটি ম্যাচে নিউজিল্যান্ড একটিতে জয় পাওয়ায় পঞ্চম ম্যাচটি সিরিজ বাঁচানোর জন্য অগ্নিলড়াইয়ে পরিণত হয়েছে তাঁদের জন্য। সে ম্যাচে দলের সবচেয়ে বড় ভরসা ভেট্টোরি না খেললে, তা হবে কিউইদের জন্য বিরাট এক আঘাত।

No comments

Powered by Blogger.