উত্তর আয়ারল্যান্ডে শীর্ষ কর্মকর্তার পদত্যাগ

নর্দার্ন আয়ারল্যান্ড ওয়াটারের (এনআইডব্লিউ) প্রধান নির্বাহী লরেন্স ম্যাকেঞ্জি পদত্যাগ করেছেন। বিবিসি একটি সূত্রে এ খবর জানতে পেরেছে।
সম্প্রতি পানির সংকট মোকাবিলা নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন ম্যাকেঞ্জি। তাঁর চাকরি ছাড়ার ব্যাপারে বিস্তারিত কয়েক দিনের মধ্যে প্রকাশ করা হবে।
গত ডিসেম্বরে বড়দিনের ছুটির সময় উত্তর আয়ারল্যান্ডে তীব্র পানির সংকট দেখা দেয়। স্টরমন্টে ওই সংকটে পড়ে হাজার হাজার পরিবারকে দুর্ভোগ পোহাতে হয়। প্রচণ্ড শীতের পরপর আবার তাপমাত্রা বেশ বেড়ে যাওয়ায় বহু পাইপ ফেটে যায়। পরিস্থিতির যতটা দ্রুত অবনতি হয়, তার সঙ্গে তাল দিয়ে সংকট মোকাবিলায় ব্যর্থ হওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা এনআইডব্লিউর তীব্র সমালোচনা শুরু করে। এ অবস্থায় গত বৃহস্পতিবার লরেন্স ম্যাকেঞ্জি ও অন্য জ্যেষ্ঠ ব্যবস্থাপকদের তলব করে সংকটের কারণ জানতে চায় স্টরমন্টের আঞ্চলিক উন্নয়নবিষয়ক কমিটি।
ম্যাকেঞ্জির কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন করা হলে এনআইডব্লিউর দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক উন্নয়নমন্ত্রী কনর মারফি বলেন, তিনি আপাতত জনগণের দুর্ভোগ লাঘবের কথা ভাবছেন।
ইতিমধ্যে সংকট কমে এসেছে। তবে এখনো প্রায় ১০০ বাড়িতে পানি নেই।
শিক্ষা বিভাগ জানিয়েছে, পানির সংকটের কারণে বড়দিনের পর খুলে দেওয়া স্কুলগুলো গতকাল বুধবার বন্ধ করে দেওয়ার কথা।

No comments

Powered by Blogger.