বীজ উৎপাদন ও সংরক্ষণে প্রাইজের সঙ্গে অংকুর সিড অ্যান্ড হিমাগারের চুক্তি

নীলফামারীতে উন্নত মানের আলুবীজ উৎপাদন, সংরক্ষণ ও কৃষকের উৎপাদিত আলুর ন্যায্যমূল্য নিশ্চিতকরণের লক্ষ্যে অংকুর সিড অ্যান্ড হিমাগার লিমিটেড এবং প্রাইজ, ইউএসএআইডি গত মঙ্গলবার একটি চুক্তি করেছে।
চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংকুর সিড অ্যান্ড হিমাগার লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, হিমাগারের ব্যবস্থাপক মো. কাইউম প্রধান এবং প্রাইজ, ইউএসএআইডির হর্টিকালচার টিম লিডার এ বি সিদ্দিকী ও সেক্টর ডেভেলপমেন্ট অ্যাডভাইজার আবদুল মান্নান সরকার।অনুষ্ঠানে এ বি সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘উন্নত জাতের বীজ উৎপাদনে কৃষকদের প্রশিক্ষণ ও হিমাগারে বীজ সংরক্ষণে কারিগরি সহায়তা প্রদান, টিস্যু কালচার পদ্ধতিতে বীজ উৎপাদন এবং উন্নত বাজারব্যবস্থা নিশ্চিতকরণে আমরা কাজ করব। এতে করে ভালো বীজের নিশ্চয়তার পাশাপাশি এলাকার আলুচাষিরা লাভবান হবেন।’এ বি সিদ্দিকী আরও জানান, ‘২০১৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এ প্রকল্পের প্রথম পর্যায়ের মেয়াদ পর্যন্ত এই চুক্তি বলবৎ থাকবে।মোহাম্মদ সেলিম জানান, তাঁদের প্রতিষ্ঠান অংকুর সিড অ্যান্ড হিমাগারের ধারণক্ষমতা ১৫ হাজার মেট্রিক টন। এতে সাত হাজার টন বীজ আলু সংরক্ষণ করা হয়।

No comments

Powered by Blogger.