চীনে তুষারপাতের কারণে সরানো হয়েছে ৫৮ হাজার লোক

ভারী তুষারপাতের কারণে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এ পর্যন্ত ৫৮ হাজার লোককে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।
তুষার ও বরফের কারণে সেখানকার অনেক রাস্তাঘাটে পথচারী ও যানবাহন চলাচল থেমে গেছে। স্থানীয় কর্মকর্তারা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পাঁচটি প্রদেশে কমপক্ষে এক হাজার বাড়ির ছাদ ধসে পড়েছে। তবে কেউ হতাহত হয়েছে কি না, সে ব্যাপারে অবশ্য তাঁরা কিছু বলেননি।
তীব্র শীত ও তুষারপাতে সবচেয়ে বিপদে পড়েছে পার্বত্য এলাকার লোকজন। স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় সেখান থেকে হাজার হাজার লোককে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, তুষারপাতের কারণে এ অঞ্চলের প্রায় তিন লাখ একর জমির ফসল নষ্ট হয়েছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি ডলার। কাল শুক্রবার পর্যন্ত এ ধরনের খারাপ আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিভাগের কর্মকর্তারা।

No comments

Powered by Blogger.