অস্ত্রোপচার করাতে হচ্ছে পন্টিংকে

স্কোয়াডে না থাকলেও দলের সঙ্গে ড্রেসিংরুমেই আছেন তিনি। ২৪ বছর পর দেশের মাটিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের কাছে সিরিজ পরাজয় ঠেকানোর লড়াইয়ে সতীর্থদের সাহস দিতে চান পাশে থেকে। তবে শুধু সিডনি টেস্ট নয়, বিশ্বকাপ নিয়েও রিকি পন্টিংয়ের দুর্ভাবনা কম নয়। আজই বাঁ হাতের চিড় ধরা কনিষ্ঠায় অস্ত্রোপচার, এর পরই শুরু হবে বিশ্বকাপের আগে ফিট হওয়ার লড়াই।চিড় ধরা আঙুলে কাল আবার এক্স-রে দেখা গেছে আরও বিস্তৃত হয়েছে চিড়। দেরি না করে আজই তাই করে ফেলা হচ্ছে অস্ত্রোপচার। ১৬ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে তাই নিশ্চিতভাবেই খেলতে পারছেন না অস্ট্রেলীয় অধিনায়ক। তবে জাতীয় দলের ফিজিও অ্যালেক্স কন্টুরির আশা, বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন পন্টিং, খেলতে পারবেন ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দুটোতেও। প্রথম অধিনায়ক হিসেবে টানা তিনটি বিশ্বকাপ জয়ের স্বপ্নটা তাই টিকে থাকছে পন্টিংয়ের।

No comments

Powered by Blogger.