জরুরি সেবা দিতে গিয়ে ক্ষতিগ্রস্তরা স্বাস্থ্যসেবা পাবেন

বিশ্ব বাণিজ্য কেন্দ্রে ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পরবর্তী জরুরি সেবা দিতে গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পাস হওয়া একটি বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এর ফলে টুইন টাওয়ারে আটকে পড়া লোকজনকে উদ্ধার করতে গিয়ে যেসব দমকলকর্মী, পুলিশ ও অন্যান্য উদ্ধারকর্মী আহত হয়েছেন, তাঁরা বিনা মূল্যে স্বাস্থ্যসেবা পাবেন। শুধু তাই নয়, টুইন টাওয়ারের ধ্বংসস্তূপ পরিষ্কার করতে গিয়ে যাঁরা শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরাও বিনা মূল্যে চিকিৎসাসেবা পাবেন।মার্কিন কংগ্রেস গত বছরের ২২ ডিসেম্বর বিলটি অনুমোদন করে। গত রোববার প্রেসিডেন্ট ওবামা বিলটিতে সই করায় এটি আইনে পরিণত হলো। ১০ বছর মেয়াদি এ স্বাস্থ্যসেবা কার্যক্রমে মোট ব্যয় হবে ৪০০ কোটি ডলার।হোয়াইট হাউস সূত্রে বলা হয়েছে, বিলটি সই করার পর ওবামা বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে সেদিন অনেক পুলিশ কর্মকর্তা ও দমকলকর্মী হামলার শিকার হওয়া মানুষের জীবন রক্ষায় এগিয়ে এসেছিলেন। আমরা তাঁদের এ নিঃস্বার্থ আত্মত্যাগের কথা কখনোই ভুলব না।’২০০১ সালের ১১ সেপ্টেম্বর জঙ্গি সংগঠন আল-কায়েদা টুইন টাওয়ারে হামলা চালায়। এতে প্রায় তিন হাজার লোকের প্রাণহানি হয়। হামলার পর উদ্ধার-তৎপরতা চালাতে গিয়ে শতাধিক পুলিশ ও দমকলকর্মী নিহত হন; আহত হন অনেকে। তাঁদের অনেকে এখন পঙ্গু অবস্থায় জীবন যাপন করছেন।

No comments

Powered by Blogger.