আইভরি কোস্টের সংকট নিরসনে নতুন উদ্যোগ

আইভরি কোস্টের সংকট নিরসনে নতুন উদ্যোগ নিয়েছে আফ্রিকান ইউনিয়ন। তারা আগামী এক মাসের মধ্যে দেশটির নেতৃত্ব-সংকট নিরসনে পাঁচটি দেশের প্রধানদের সমন্বয়ে একটি কমিটি গঠন করবে। গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে অচলাবস্থা বিরাজ করছে বিশ্বের সবচেয়ে বেশি কোক উৎপাদনকারী এই দেশটিতে।আফ্রিকান ইউনিয়নস পিস অ্যান্ড সিকিউরিটি কাউন্সিলের (পিএসসি) বর্তমান প্রধান মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহামেদ ওউল আবদেল আজিজ গত শুক্রবার বলেন, ‘সংকট নিরসনে আমরা একটি প্যানেল গঠনের সিদ্ধান্ত নিয়েছি। এই প্যানেল আগামী এক মাসের মধ্যে কাজ শেষ করবে। তাদের সিদ্ধান্ত আইভরি কোস্ট কর্তৃপক্ষকে মানতে হবে। দু-এক দিনের মধ্যে প্যানেল সদস্যদের নাম ঘোষণা করা হবে।নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও মৌরিতানিয়ার নেতাদের অংশগ্রহণে চার ঘণ্টারও বেশি সময় বৈঠকের পর আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান জিন পিং বলেন, ‘একটি সমঝোতায় পৌঁছার জন্য আমরা আলোচনার ক্ষেত্র বাড়াচ্ছি।’জিন পিং বলেন, আইভরি কোস্টের সংকট নিরসনে প্রেসিডেন্ট প্রার্থীদের অবশ্যই মুখোমুখি বসানোর ব্যবস্থা করতে হবে।

No comments

Powered by Blogger.