ফার্স্ট লেডি স্কার্ফ পরায় তুরস্কে জেনারেলদের সরকারি অনুষ্ঠান বর্জন

ফার্স্ট লেডি স্কার্ফ পরায় তুরস্কের প্রেসিডেন্ট প্রাসাদে সরকারি অনুষ্ঠান বর্জন করেছেন দেশটির শীর্ষ সেনা কর্মকর্তারা। ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টিও (সিএইচপি) প্রেসিডেন্টের আমন্ত্রণ প্রত্যাখ্যান করে। সংবাদপত্রের খবরে গতকাল শনিবার এ কথা বলা হয়েছে।
১৯২৩ সালে আধুনিক ও ধর্মনিরপেক্ষ তুরস্কের জন্ম স্মরণে গত শুক্রবার রাতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেন প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল। অনুষ্ঠানে শীর্ষ সেনা কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হলেও তাঁরা এতে যোগ দেননি। খবরে বলা হয়, প্রেসিডেন্টের আমন্ত্রণ উপেক্ষা করার অজুহাত হিসেবে সামরিক বাহিনী একই সময়ে পৃথক আরেকটি অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রেসিডেন্ট আবদুল্লাহ গুলের স্ত্রী মাথা ও গলা ঢাকতে হিজাব পরে এসেছিলেন। কিশোরী বয়স থেকেই তিনি এভাবে অভ্যস্ত। প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোগান জেনারেলদের অনুষ্ঠান বর্জনের সমালোচনা করেছেন। তাঁর স্ত্রীও স্কার্ফ পরেন।
সেনাবাহিনীর জেনারেলরা নিজেদের তুরস্ক প্রজাতন্ত্রের রক্ষক এবং সেইসঙ্গে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার জন্য স্কার্ফকে হুমকি বলে বিবেচনা করে থাকেন।

No comments

Powered by Blogger.