সেরা বিশে সিদ্দিকুর

শুরুটা অন্তত খারাপ হয়নি সিদ্দিকুর রহমানের। মালয়েশিয়ায় চলমান এশিয়া প্যাসিফিক ক্লাসিকের প্রথম রাউন্ড শেষে সেরা বিশে আছেন বাংলাদেশি গলফ খেলোয়াড়। পিজিএ ট্যুর কর্তৃপক্ষের প্রথম এই টুর্নামেন্টে যাওয়ার আগে যে স্বপ্নের কথা বলেছিলেন, সে পথেই আছেন তিনি।
৭১ পারের এই কোর্সে ৬৩ শট করে প্রথম রাউন্ড শেষ করে শীর্ষে আছেন যুক্তরাষ্ট্রের রিকি বার্নস। স্কোরের দিক থেকে সিদ্দিক আছেন যৌথভাবে সপ্তম স্থানে। প্রায় সবগুলো অবস্থানে যেহেতু একাধিক গলফার আছেন, তাই ৬৯ শট খেলা সিদ্দিকুরকে নিয়ম অনুযায়ী সেরা বিশে থাকা খেলোয়াড় বলতে হচ্ছে।
সিদ্দিকুরের আদর্শ আর্নে এলস অবশ্য প্রথম দিন শেষে দুর্দান্ত অবস্থানে নেই। ৭১ পারের চেয়ে ৪ শট কম খেলে দক্ষিণ আফ্রিকান এই তারকা আছেন সেরা দশে। গত আগস্টেই পিজিএ ট্যুরজয়ী ভারতীয় তারকা অর্জুন অটওয়াল সিদ্দিকুরের এক ধাপ ওপরেই, সেরা ষোলোতে আছেন।
এসব অবস্থান অবশ্য কোনো কিছুর নিশ্চয়তা দেয় না। বাকি তিন রাউন্ড শেষেই বোঝা যাবে, শিরোপা কার হাতে উঠছে।

No comments

Powered by Blogger.