প্রকাশ্যে গুলি করে দুই কিশোরীর মৃত্যুদণ্ড কার্যকর

গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই কিশোরীকে জনসমক্ষে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে সোমালিয়ার আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গি সংগঠন আল-শেবাব। গত বুধবার বিকেলে কয়েক শ স্থানীয় বাসিন্দার সামনে ফায়ারিং স্কোয়াডের সদস্যরা তাদের গুলি করে হত্যা করে। ইথিওপিয়ার সীমান্তবর্তী বেলেডোয়াইন শেবাবের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। কোনো নারীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে এ ধরনের শাস্তি দেওয়ার ঘটনা সে দেশে এটিই প্রথম।
মৃত্যুদণ্ড কার্যকর করার পর শেবাবের আঞ্চলিক কমান্ডার শেখ ইউসুফ আলী উগাস জনতার উদ্দেশে বলেন, শহরে ওই দুই কিশোরী শত্রুপক্ষের হয়ে গুপ্তচরবৃত্তি করছিল। গত সপ্তাহে তাদের গ্রেপ্তার করা হয়। দীর্ঘ তদন্তের পর তারা তাদের অপরাধ স্বীকার করেছে।
আলী নামের এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন ওই দুই কিশোরীকে পেছনে হাত বেঁধে মাটিতে বসিয়ে রাখা হয়েছে। একপর্যায়ে শেবাবের সদস্যরা মুখ ঢেকে পেছন থেকে তাদের লক্ষ্য করে গুলি করে।

No comments

Powered by Blogger.