যুক্তরাষ্ট্রে চিকিৎসা বিমা জালিয়াতির বড় ঘটনা ফাঁস

যুক্তরাষ্ট্রে জালিয়াতির মাধ্যমে চিকিৎসা বিমার বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়ার একটি ঘটনা ফাঁস হয়েছে। ৭৩ জনের বিরুদ্ধে ভুয়া ক্লিনিক প্রতিষ্ঠা করে এ ধরনের জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত ব্যক্তিদের অধিকাংশই আর্মেনিয়ান-আমেরিকান। গত বুধবার সকালে নিউইয়র্ক শহর এবং লস অ্যাঞ্জেলেসে অভিযান চালিয়ে তাঁদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া নিউ মেক্সিকো, জর্জিয়া এবং ওহাইয়ো থেকেও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিরা ভুয়া ক্লিনিক প্রতিষ্ঠা করে রোগীদের পরিচয় চুরি করে চিকিৎসা বিমার অর্থ দাবি করেন। এভাবে তাঁরা প্রায় তিন কোটি ৫০ লাখ মার্কিন ডলার তুলে নিয়েছেন।

No comments

Powered by Blogger.