ইসরায়েলের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ লেবাননের

লেবানন অভিযোগ করেছে, তাদের দেশের বিভিন্ন এলাকায় এবং সেক্টরে ইসরায়েল গুপ্তচর নিয়োগ করেছে। জাতিসংঘের কাছে এ অভিযোগ করে ১৪১ জন সন্দেহভাজন গুপ্তচরের একটি তালিকা দিয়েছে লেবানন। একজন কূটনীতিক গতকাল শুক্রবার এ কথা জানান।
ওই কূটনীতিক বলেন, বিভিন্ন এলাকা ও সেক্টরে বিশেষত জাতীয় নিরাপত্তা, সামরিক নিরাপত্তা এবং টেলিযোগাযোগ নিরাপত্তা সেক্টরে ইসরায়েল গুপ্তচর চক্র নিয়োগ করেছে বলে অভিযোগ করেছে লেবানন। তিনি জানান, লেবানন সরকার চাইছে, আগামী মাসে জাতিসংঘের বার্ষিক অধিবেশনে তাদের অভিযোগের বিষয়টি আলোচনায় তোলা হোক।
গুপ্তচরবৃত্তির অভিযোগে লেবাননে গত এপ্রিল থেকে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এর মধ্যে টেলিযোগাযোগ কর্মকর্তা, নিরাপত্তা রক্ষাকারী বাহিনী এবং সেনাসদস্যও রয়েছেন। ২০০৬ সালে লেবাননের হিজবুল্লাহ বাহিনীর সঙ্গে যুদ্ধের সময় ইসরায়েলকে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে আটক ব্যক্তিদের বিরুদ্ধে।

No comments

Powered by Blogger.