আবারও শেয়ারবাজারে দরপতন: সাধারণ সূচক কমেছে ১২.৮৭ পয়েন্ট

ঢাকার শেয়ারবাজারে আজ বুধবার আবারও দরপতন হয়েছে। আজ সাধারণ মূল্যসূচক ১২ দশমিক ৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৭৯২ দশমিক ৮৪ পয়েন্টে।
এদিকে আজ শেয়ারবাজারে লেনদেন হয়েছে মোট এক হাজার ৩৩৭ কোটি টাকার। যা আগের দিনের চেয়ে ২০৬ কোটি টাকা বেশি।
আজ লেনদেন হওয়া মোট ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৮০টি প্রতিষ্ঠানের, কমেছে ১৬৬টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
লেনদেনে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—লঙ্কাবাংলা ফিন্যান্স, বেক্সিমকো, আফতাব অটোমোবাইলস, প্রাইম ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ও বিচ হ্যাচারিজ।
আজ সবচেয়ে বেশি বেড়েছে নিলয় সিমেন্টের শেয়ারের দাম। এ ছাড়া মুন্নু জুট স্টাফলারস, সাফকো স্পিনিং, বিচ হ্যাচারিজ ও ঢাকা ডাইয়িং দাম বৃদ্ধিতে শীর্ষ পাঁচে রয়েছে।
এ ছাড়া দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো—দুলামিয়া কটন, সাভার রিফ্রাক্টরিজ, এশিয়া ইনস্যুরেন্স, এইচ আর টেক্সটাইল ও কোহিনূর কেমিক্যাল।
আজ ডিএসইর বাজারমূল্য ৩,০২,৬৪৭ কোটি টাকা।

No comments

Powered by Blogger.