দ্বিতীয় দিন বিস্ফোরণ সহিংসতা, নিহত ২

মাওবাদীদের ডাকা ৪৮ ঘণ্টার বনেধর দ্বিতীয় দিন গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গ ও ওড়িশায় সহিংস ঘটনায় দুইজন নিহত হয়েছে। ওড়িশায় রেললাইন ও বন বিভাগের কার্যালয়ে বিস্ফোরণ ঘটিয়েছে মাওবাদীরা।
জানা গেছে, পশ্চিমবঙ্গে মাওবাদীদের হাতে একজন নিহত হয়েছে। মাওবাদী অধ্যুষিত পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রামের দুবরাজপুরে এক ব্যক্তিকে তারা খুন করে। ওড়িশার সুন্দরগড় জেলার বানালাধিপা গ্রামেও মাওবাদীরা একজনকে হত্যা করেছে। বিহারের মুজাফফরপুর জেলার মুজাফফরপুর-সমস্তিপুর শাখায় চৌসিমা গ্রামের কাছে রেললাইনে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। ওড়িশার চণ্ডীপোস গ্রামের দুটি ফরেস্ট বিট অফিসের ভবন ও চণ্ডীপোস রেলস্টেশনের কাছে একটি বাড়িতেও তারা বিস্ফোরণ ঘটায়।
মাওবাদী কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা চেরুকুরি রাজকুমার ওরফে আজাদের হত্যার প্রতিবাদে ও ঘটনা তদন্তের দাবিতে সোমবার সকাল থেকে মাওবাদীরা আটটি রাজ্যে বন্ধ্ পালন করছে।

No comments

Powered by Blogger.