এবারও পেসাররা পুলের শিকলে

ক্লাব ক্রিকেটের দলবদলে বরাবরই উপেক্ষিত থাকেন পেসাররা। গতবার তাই জোরেশোরেই উঠেছিল পেসারদের পুলের বাইরে রাখার ব্যাপারটি। সিসিডিএম থেকে এমনও শোনা গিয়েছিল, পেসারদের দল পেতে সুবিধা করে দিতে এবার হয়তো তাঁদের রাখা হবে পুলের বাইরে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি, পেসারদের রেখেই কাল ঘোষিত হলো ২০১০-১১ মৌসুমে পুলের ২২ ক্রিকেটারের নাম।
পেসারদের পুলের বাইরে না রাখার কারণ হিসেবে কাল সিসিডিএমের সমন্বয়ক কাজী আইনুল ইসলাম বলেছেন, ‘অনেক দলই এর মধ্যে খেলোয়াড়দের সঙ্গে কথা বলে ফেলেছে। মূলত দলগুলোর আপত্তির কারণেই এবারও পেসারদের পুলের বাইরে রাখা সম্ভব হয়নি। তা ছাড়া এবার সব প্রস্তুতি সেরে কাজ শুরু করতেও একটু দেরি হয়ে গেছে।’ এবারও প্রতিটি দল পুলের সর্বোচ্চ তিনজন ক্রিকেটারকে নিতে পারবে বলে জানিয়েছেন সিসিডিএম সমন্বয়ক।
২০১০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত যেসব ক্রিকেটার জাতীয় দলে খেলেছেন, তাঁদের নিয়েই গঠিত হয়েছে পুল।
পুলের ২২ ক্রিকেটার: মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, আবদুর রাজ্জাক, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, ইমরুল কায়েস, শফিউল ইসলাম, জহুরুল ইসলাম, জুনায়েদ সিদ্দিক, নাজমুল হোসেন, সৈয়দ রাসেল, ফয়সাল হোসেন, মোহাম্মদ আশরাফুল, নাঈম ইসলাম, রকিবুল হাসান, রবিউল ইসলাম, মোহাম্মদ সোহ্রাওয়ার্দী, শাহরিয়ার নাফীস, আফতাব আহমেদ ও শাহাদাত হোসেন।

No comments

Powered by Blogger.