চীনে আর্থিক অপরাধের দায়ে আর ফাঁসি নয়

ড় ধরনের আর্থিক অপরাধে জড়িত ব্যক্তিদের দায়মুক্তির ব্যবস্থা করছে চীন সরকার। এই অপরাধের জন্য সেখানে আর কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হবে না। এর ফলে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের কয়েকটি দেশে অবস্থানরত চীনের কয়েক শ সাবেক কর্মকর্তাকে দেশে ফিরিয়ে আনা সহজ হবে।
চীন সরকারের দায়ের করা দুর্নীতির মামলা থেকে রক্ষা পেতে শত শত কর্মকর্তা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমের দেশগুলোতে পালিয়ে যান। আশ্রয়দাতা দেশগুলোর সরকার ভেবেছিল, ওই কর্মকর্তারা স্বদেশে ফিরে গেলে তাঁদের ফাঁসিতে ঝোলানো হবে।
চীন সরকারের নতুন গৃহীত পদক্ষেপ বিদেশের সরকারগুলোকে নতুন করে আশ্বস্ত করেছে, ওই অভিযুক্ত ব্যক্তিদের আর বড় কোনো শাস্তি পেতে হবে না। মৃত্যুদণ্ড কমিয়ে আনতে দেশটির পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসে একটি সংশোধনী আনছে।

No comments

Powered by Blogger.