কঙ্গোতে জাতিসংঘ ঘাঁটির কাছে ২০০ নারী গণধর্ষণের শিকার

কঙ্গোর পূর্বাঞ্চলীয় এলাকায় রুয়ান্ডা ও কঙ্গোর বিদ্রোহীরা হামলা চালিয়ে প্রায় ২০০ জন নারীকে গণধর্ষণ করেছে বলে খবর পাওয়া গেছে। সেখানে দায়িত্বরত সাহায্যকর্মীরা এ কথা জানিয়েছেন।
জাতিসংঘের কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্সের মুখপাত্র স্টেফানিয়া ট্রাসারি বলেছেন, উত্তর কিভু প্রদেশের লুভুঙ্গি শহরে গত ৩০ জুলাই রুয়ান্ডার হুতু বিদ্রোহী এফডিএলআর এবং পূর্ব কঙ্গোর মাই মাই গেরিলারা যৌথভাবে হামলা চালায়। তারা চার দিন ধরে ওই শহরের নিয়ন্ত্রণ রাখে। এ সময় তারা গণহারে নারীদের ধর্ষণ ও শিশুদের বলাৎকার করে। এলাকাটি জাতিসংঘের একটি শান্তি ঘাঁটি থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে থাকা সত্ত্বেও তাঁরা আগেভাগে এ বর্বরতার খবর পাননি বলে কর্মকর্তারা জানিয়েছেন।

No comments

Powered by Blogger.