লন্ডনে ফ্ল্যাট থেকে ব্রিটিশ গোয়েন্দার লাশ উদ্ধার

লন্ডনের একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে গত সোমবার একজন ব্রিটিশ গোয়েন্দার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তি ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআই সিক্সের হয়ে কাজ করতেন। এমআই সিক্সের সদর দপ্তরের কাছে ওই আবাসিক ভবনের অবস্থান। ফ্ল্যাটের স্নানাগারে একটি ব্যাগে মৃতদেহটি রাখা ছিল। ঘটনাস্থল থেকে মুঠোফোন ও কয়েকটি সিম উদ্ধার করা হয়।
জানা গেছে, মৃত ব্যক্তি ব্রিটিশ সরকারের গোয়েন্দা তথ্য সংস্থা জিসিএইচকিউর হয়ে কাজ করতেন। তাঁকে এমআই সিক্সে পাঠানো হয়েছিল। তাঁর বয়স ত্রিশের কোঠায়। প্রতিবেশীরা জানান, ওই ব্যক্তির নামের প্রথম অংশ গ্যারেথ। তিনি ওয়েলস টানে ইংরেজি বলতেন।
পুলিশের ধারণা, ওই ব্রিটিশ গোয়েন্দাকে দুই সপ্তাহ আগে হত্যা করা হয়। সন্ত্রাসী হামলা নয়, বরং ব্যক্তিগত কারণে হয়তো তাঁকে হত্যা করা হয়েছে। লরা হটন নামের এক প্রতিবেশী ওই ব্যক্তিকে খুব বন্ধুবৎসল হিসেবে অভিহিত করেন।

No comments

Powered by Blogger.