জন্মস্থানের নামের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখলেন ক্যামেরন

যে অঞ্চলে জন্ম নিয়েছে, সেই অঞ্চলের নামের সঙ্গে মিলিয়েই মেয়ের নাম রেখেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও তাঁর স্ত্রী সামান্থা। মেয়ের নাম রাখা হয়েছে ফ্লোরেন্স রোজ এনডেলিওন। গতকাল বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ কথা জানানো হয়।
গত মঙ্গলবার ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কর্নওয়াল কাউন্টির সেন্ট এনডেলিয়ন গ্রামের কাছে ক্যামেরন দম্পতির মেয়ে জন্ম নেয়। এই গ্রামের নামের সঙ্গে মিলিয়ে মেয়ের নাম রাখেন ক্যামেরন দম্পতি। দুই সপ্তাহের পারিবারিক ছুটি কাটাতে সেখানে বেড়াতে গিয়ে এই সন্তানের জন্ম দেন সামান্থা। সেন্ট এনডেলিয়ন গ্রামের নামকরণ করা হয় একজন সন্ন্যাসিনী সেন্ট এনডেলিয়েন্টার নামানুসারে।
৪৩ বছর বয়সী ডেভিড ক্যামেরন বলেন, তাঁর জীবনে অনিন্দ্যসুন্দর এই মেয়েটির জন্মগ্রহণ অত্যন্ত আনন্দের একটি ঘটনা।
ক্যামেরন দম্পতির ন্যান্সি (৬) ও আর্থার (৪) নামের আরও দুটি সন্তান রয়েছে। তাঁদের প্রথম সন্তান ইভান গত বছরের ফেব্রুয়ারি মাসে ছয় বছর বয়সে মারা যায়। সে সেরিব্রাল পালসিতে ভুগছিল।

No comments

Powered by Blogger.