লেবাননের প্রতি পরমাণু চুল্লি তৈরির আহ্বান হাসান নাসরুল্লাহর

লেবাননভিত্তিক গেরিলা সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ ইরানের পদাঙ্ক অনুসরণ করে পারমাণবিক জ্বালানি চুল্লি তৈরির আহ্বান জানিয়েছেন সরকারের প্রতি।
হাসান নাসরুল্লাহ বলেন, লেবানন বিদ্যুৎ খাতে যে টাকা বিনিয়োগ করছে, এর চেয়ে কম খরচে ইরান বুশেহর শহরে ওই পারমাণবিক চুল্লি তৈরি করেছে। তিনি বিদ্যুৎ উৎপাদনের জন্য ইরানের মতো পারমাণবিক চুল্লি নির্মাণে লেবানন সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, এতে লেবানন প্রতিবেশী দেশ সিরিয়া, সাইপ্রাসসহ অন্য দেশগুলোতে জ্বালানি বিক্রি করতে পারবে।
লেবাননে ইরানের রাষ্ট্রদূত গাদানফার রোকেন আবাদি গত মঙ্গলবার জানান, রমজানের পর ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ লেবানন সফরে আসবেন।

No comments

Powered by Blogger.