সিআইএর আরও নথি প্রকাশ করছে উইকিলিকস

আফগানিস্তান যুদ্ধসংক্রান্ত মার্কিন নথিপত্র প্রকাশকারী প্রতিষ্ঠান উইকিলিকস তার ওয়েবসাইটে সিআইএর আরও কিছু গোপন নথি প্রকাশ করার ঘোষণা দিয়েছে। গতকাল বুধবারই ওই সাইটে নথিগুলো প্রকাশ করার কথা। গত মঙ্গলবার উইকিলিকসের ওয়েবসাইটে বলা হয়, ‘উইকিলিকস আগামীকাল (বুধবার) সিআইএর কাগজপত্র প্রকাশ করতে যাচ্ছে।’
উইকিলিসকের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসেঞ্জ তাঁর বিরুদ্ধে আনীত ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। অ্যাসেঞ্জের অভিযোগ, তাঁর বিরুদ্ধে অপপ্রচারের অংশ হিসেবে পেন্টাগনের উসকানিতে এই অভিযোগ আনা হয়েছে। তবে পেন্টাগনের কর্মকর্তারা অ্যাসেঞ্জের অভিযোগকে ‘হাস্যকর’ হিসেবে বর্ণনা করেছেন। সম্প্রতি সুইডেনের দুই নারী অ্যাসেঞ্জের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন।
সম্প্রতি উইকিলিকসে আফগান যুদ্ধসংক্রান্ত কয়েক হাজার গোপন নথিপত্র প্রকাশ করা হয়। এর আগে প্রকাশিত সব নথিপত্র ফেরত দেওয়ার জন্য উইকিলিকসের প্রতি আহ্বান জানায় পেন্টাগন।

No comments

Powered by Blogger.