মরক্কোয় ঝুঁকিপূর্ণ ১২৫০ মসজিদ ভেঙে ফেলা হচ্ছে

মরক্কোয় দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ এক হাজার ২৫০টি মসজিদ ভেঙে ফেলা হবে। গতকাল বুধবার সরকারের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। গত ফেব্রুয়ারিতে একটি মসজিদের মিনার ভেঙে সেখানে ৪১ জন মারা গিয়েছিল।
মরক্কোর ধর্ম মন্ত্রণালয় জানায়, পাঁচ শতাধিক মসজিদ সম্পূর্ণ ভেঙে ফেলা হবে। এসব স্থানে নতুন মসজিদ নির্মাণ করা হবে। ওই সব স্থানে অস্থায়ী কক্ষ বা তাঁবু টাঙিয়ে দেওয়া হবে মুসল্লিদের নামাজ আদায়ের জন্য।
গত ফেব্রুয়ারিতে মেকনেসে জুমার নামাজের সময় শতাব্দীপ্রাচীন একটি মসজিদের মিনার ভেঙে পড়ার পর দেশের সব মসজিদ পরীক্ষার নির্দেশ দেয় সরকার। ওই দুর্ঘটনার পর দেশের ধর্মীয় স্থাপনাগুলো রক্ষণাবেক্ষণে কর্তৃপক্ষের অবহেলা নিয়ে অনেক সমালোচনা হয়।
ধর্ম মন্ত্রণালয় জানায়, দেশের প্রায় ৪৮ হাজার মসজিদের মধ্যে ১৯ হাজার ২০৫টি মসজিদ পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সাড়ে ৬ শতাংশ সম্পূর্ণ এবং ৪১৬টির অংশবিশেষ ভেঙে ফেলা হবে। ইউনেসকো-ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ মেকনেসের ওই মসজিদটিও দুর্ঘটনার শিকার হওয়ার পর নতুন করে তৈরি করা হবে।

No comments

Powered by Blogger.