কাবাডি কোচ জলিল বাদ

তাঁর হাতে গড়া বাংলাদেশের বর্তমান দলের বেশির ভাগ কাবাডি খেলোয়াড়। গত দক্ষিণ এশীয় গেমসের সময়ও কাবাডি দলের কোচ ছিলেন আবদুল জলিল। কিন্তু আগামী নভেম্বরে চীনের গুয়াংজুতে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের কাবাডি দলের জন্য বাদ দেওয়া হয়েছে জলিলকে। ছেলেদের দলের দায়িত্ব পেয়েছেন আবদুল হক, মেয়েদের কোচ হয়েছেন আবদুল হাকিম।
কদিন আগে ঘোষিত দলে জায়গা হয়নি আবদুল জলিলের ছোট ভাই জিয়াউর রহমানেরও। ফেডারেশনের দাবি, জিয়াউর এখনো পুরো সুস্থ হয়ে ওঠেননি। দেশসেরা এই রেইডার এখন তাকিয়ে আছেন আগামী জাতীয় চ্যাম্পিয়নশিপের দিকে। কিন্তু সেই আশাও পূরণ হবে কি না, কে জানে। তাঁর দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ার কি এখানেই শেষ হয়ে যাবে সেটা নিয়েও চিন্তুিত জিয়া, ‘খেলতে পারছি না বলে খুব খারাপ লাগছে। এভাবে ক্যারিয়ার শেষ হয়ে যাবে, সেটা ভাবতেও পারছি না।

No comments

Powered by Blogger.