থাকসিনের সম্পদ বাজেয়াপ্ত মামলার আপিল নাকচ

থাইল্যান্ডের শীর্ষ আদালত গতকাল বুধবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সম্পদ বাজেয়াপ্তবিষয়ক মামলার আপিল আবেদন নাকচ করেছেন। ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর আদালতের নির্দেশে থাকসিনের প্রায় ১৫০ কোটি ডলার মূল্যের সম্পদ জব্দ করা হয়।
থাকসিনকে যে কয়টি আইনি লড়াইয়ের মোকাবিলা করতে হচ্ছে, এটি তার প্রথম ধাপ। তাঁর বিরুদ্ধে ব্যাংককে সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনের সময় সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগও রয়েছে।

No comments

Powered by Blogger.