শ্রীলঙ্কা সরকারের গঠিত তদন্ত কমিশন কাজ শুরু করেছে

শ্রীলঙ্কা সরকারের গঠিত আট সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন গতকাল বুধবার থেকে কাজ শুরু করেছে। কমিশন প্রথম তিন দিন কলম্বোয় এবং শেষ দুদিন সাবেক যুদ্ধক্ষেত্রের কাছেই ভাবুনিয়া এলাকায় সংশ্লিষ্টদের কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করবে। গতকাল সরকারি এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
এই কমিশন তামিল টাইগার ও শ্রীলঙ্কার সরকারের মধ্যে ২০০২ সালে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার কারণও খতিয়ে দেখবে বলে জানা গেছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্টের কার্যালয় সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কা আর আগের পরিস্থিতিতে ফিরে যেতে চায় না। এ বিষয়টি নিশ্চিত করতে কিছু সুপারিশ প্রণয়ন করতে তদন্ত কমিশনকে বলে দেওয়া হয়েছে।

No comments

Powered by Blogger.