তিন মাসের দায়িত্ব চান না নির্বাচকেরা

নির্বাচক কমিটির মেয়াদ তিন মাস বাড়ানোর সিদ্ধান্তে খুশি নন নির্বাচকেরা। তাঁরা চান বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব। গতকাল রাতে তিন নির্বাচকের সঙ্গে এ নিয়ে আলোচনায় বসার কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল ও ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেনের।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচক রফিকুল আলম তিন মাসের জন্য দায়িত্ব পালনে অপারগতা জানিয়েছেন। তিনি চান বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব। আরেক নির্বাচক আকরাম খানেরও একই ইচ্ছা বলে জানা গেছে। বোর্ড তাঁদের প্রস্তাবে রাজি না হলে এ দুই নির্বাচক দায়িত্ব ছেড়ে দিতে পারেন বলেও গুঞ্জন আছে। যদিও এ ব্যাপারে আকরাম খান কোনো মন্তব্য করতে রাজি হননি। আর রফিকুল আলম ফোনই ধরেননি।
ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত অবশ্য জানিয়েছেন, নির্বাচকদের সঙ্গে বোর্ড সভাপতির আলোচনাটি অনানুষ্ঠানিক। তবে তিনি বলেছেন, ‘আমাকে নির্বাচকদের কেউ লিখিতভাবে বা মৌখিকভাবেও জানাননি যে তাঁরা তিন মাসের জন্য দায়িত্ব পালনে রাজি নন। তবে তাঁরা বলেছেন, তাঁরা বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালনে আগ্রহী।’
বোর্ড সভাপতির সঙ্গে নির্বাচকদের সভায় জাতীয় দলের বিশ্বকাপ প্রস্তুতি নিয়েও আলোচনা হওয়ার কথা।

No comments

Powered by Blogger.