রুশ পরমাণু স্থাপনার কাছে চলে এসেছে দাবানল

রাশিয়ার দাবানল এখন দেশটির প্রধান পরমাণু গবেষণা কেন্দ্রের কাছাকাছি চলে এসেছে। কর্মকর্তারা শুক্রবার এ কথা জানিয়েছেন।
জরুরি মন্ত্রণালয় জানায়, রাশিয়াজুড়ে ৬৫ হাজার হেক্টর জমির পাঁচ শতাধিক স্থান এখনো জ্বলছে। দেশটিতে হাজার বছরের ইতিহাসের ভয়াবহতম দাবানলে এ পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে।
রাশিয়ার জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র মিখাইল তারকোভ গত বৃহস্পতিবার বলেন, নিঝনি নোভগোরোদ প্রদেশের সারোভ শহরে অবস্থিত দেশের প্রধান পরমাণু গবেষণা কেন্দ্রের কাছে চলে আসা দাবানল নিয়ন্ত্রণ করতে সেখানে কয়েক হাজার উদ্ধারকর্মী ও সরঞ্জাম পাঠানো হয়েছে।
মরদোভিয়ায় জরুরি মন্ত্রণালয়ের প্রধান মেজর জেনারেল ভায়াচেশ্লাভ করমিলিৎসিন এক বিবৃতিতে বলেন, দুই দিন আগে দেশটির পূর্বাঞ্চলের সংরক্ষিত বনাঞ্চলে আগুনের তীব্রতা যত ছিল, এখন তা ভয়ানক অবস্থা ধারণ করেছে।

No comments

Powered by Blogger.