আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার বিলম্বিত হতে পারে

আফগানিস্তানে সেনাবাহিনীর কাজ শেষ করার জন্য সময়ের প্রয়োজন—আফগানিস্তানে মার্কিন বাহিনীর কমান্ডার ডেভিড পেট্রাউস আগামী সপ্তাহে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলতে যাচ্ছেন বলে জানা গেছে। গত মাসে আফগান অভিযানের দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন উভয়েই বলেছেন, ২০১৫ সালের মধ্যে আফগানিস্তান থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের পরিকল্পনার বিষয়টি সামনে রেখে আগামী বছরের জুলাই থেকে সেনা প্রত্যাহারের কাজ শুরু হবে।
সাম্প্রতিক একটি জনমত জরিপে দেখা গেছে, প্রেসিডেন্ট ওবামা যেভাবে আফগান যুদ্ধ সামলাচ্ছেন, তাতে বেশির ভাগ মার্কিনই অসন্তুষ্ট।
এদিকে চলতি মাসের শেষের দিকে ইরাকে যুদ্ধাভিযান শেষ করবে মার্কিন বাহিনী। এরপর ইরাক থেকে সেনা প্রত্যাহারের কাজ শুরু হবে। যদিও ইরাকি সেনাবাহিনীর প্রধান গত বুধবার বলেছেন, মার্কিন সেনাদের ইরাকে আরও এক দশক থাকার প্রয়োজন।
গত মাসে জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টালের কাছ থেকে আফগান কমান্ডের দায়িত্ব গ্রহণ করেন জেনারেল পেট্রাউস। সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে ভাইস প্রেসিডেন্টের সমালোচনা করার পর তিনি পদত্যাগে বাধ্য হন।
সপ্তাহান্তে জেনারেল পেট্রাউস তাঁর প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে আফগান অভিযান সম্পর্কে কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।

No comments

Powered by Blogger.