নির্যাতনে বাধ্য হয়ে স্বীকারোক্তি দিয়েছেন আশতিয়ানি

ইরানে স্বামী হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করা নারী সাকিনাহ মোহম্মাদি আশতিয়ানির স্বীকারোক্তি নেওয়া হয়েছে নির্যাতনের মাধ্যমে। আশতিয়ানির আইনজীবী এ অভিযোগ করেছেন। ব্যাভিচারের দায়ে আশতিয়ানিকে পাথর নিক্ষেপ করে হত্যার রায় দিয়েছেন ইরানের আদালত।
আশতিয়ানির আইনজীবী হুতান কিয়ান গত বৃহস্পতিবার যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ান পত্রিকাকে বলেছেন, স্বামী হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে সাক্ষাৎকার দেওয়ার জন্য তাঁর মক্কেলকে নির্যাতন করা হয়েছে। ইরানের তাবরিজ কারাগারের ভেতর আশতিয়ানির ওই সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তিনি চার বছর ধরে ওই কারাগারে বন্দী আছেন।
আইনজীবী কিয়ান বলেন, ‘ক্যামেরার সামনে স্বীকারোক্তি দেওয়ার জন্য আশতিয়ানিকে ব্যাপক মারধর করা হয়েছে।’

No comments

Powered by Blogger.