লাল-হলুদের দেশ

স্পেন এখন লাল-হলুদের দেশ। ঘরে-বাইরে কেবল এই দুটি রঙেরই আধিপত্য। পতাকায় পতাকায় ছেয়ে গেছে স্পেনের ঘর-বাড়ি, রেস্তরাঁ-বার, অফিস-আদালত আর মানুষের মাথা। দেশটির একমাত্র পতাকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান সোসা ডায়াস গত মাসেই ৫০ হাজারেরও বেশি পতাকা বেচেছে। ধুমসে বিক্রি চলছে এখনো। সবচেয়ে বড় পতাকাগুলো বিক্রি হচ্ছে ৬৩ ডলারে। আর ১৯ ডলারে কতগুলো টি-শার্ট পাওয়া যাচ্ছে, যাতে গুনিন অক্টোপাস পলের ছবি আঁকা। এতে অক্টোপাসটি ধরে রেখেছে ‘আই লাভ রেডস’ লেখাটি। ফুল ও রেস্তরাঁর ব্যবসায়ীরাও তাঁদের সব কাজে লাল আর হলুদ রঙের ব্যবহার করছেন ইচ্ছেমতো!

No comments

Powered by Blogger.