যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী এলান ডানকান কাল ঢাকায় আসছেন

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন-সহায়তা প্রতিমন্ত্রী এলান ডানকান দুই দিনের সফরে কাল সোমবার ঢাকায় আসছেন। যুক্তরাজ্যে কোয়ালিশন সরকার গঠনের পর এই প্রথম কোনো প্রতিমন্ত্রী বাংলাদেশ সফর করছেন।
ঢাকায় বৃটিশ হাইকমিশন আজ রোববার এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সফরের সময় ডানকান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ছাড়াও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন। এসব আলোচনায় শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও সুশাসন বিষয়ে সহযোগিতা নিয়ে কথা হবে।
উন্নয়ন কর্মকাণ্ড চালাতে গিয়ে বাংলাদেশ কী ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে, সেটা দেখার পাশাপাশি দরিদ্র মানুষের জীবনযাত্রা পাল্টাতে বৃটিশ উন্নয়ন কর্মসূচি কীভাবে চলছে, সে বিষয়গুলো পর্যবেক্ষণ করা এলান ডানকানের প্রথম বাংলাদেশ সফরের মূল লক্ষ্য।
এরই অংশ হিসেবে ঢাকার বাইরে যুক্তরাজ্যের আর্থিক সহায়তায় পরিচালিত শিক্ষা, স্বাস্থ্য প্রকল্প ঘুরে দেখবেন তিনি। প্রকল্পের সুফল ভোগ করছেন এমন লোকজনের সঙ্গে কথাও বলবেন বলে জানা গেছে।

No comments

Powered by Blogger.