দুই কৃতী বাঙালি ছাত্রের নামে গ্রহাণুর নাম

কলকাতার সাউথ পয়েন্টের দুই কৃতী ছাত্রের নামে দুটি গ্রহাণুর নাম ‘মুখার্জি’ ও ‘সরকার’ রাখা হয়েছে। সাউথ পয়েন্ট এডুকেশন সোসাইটি গত শুক্রবার এ খবর জানায়।
যুক্তরাষ্ট্রের নেভাদায় ২০০৯ সালে অনুষ্ঠিত আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অসামান্য কৃতিত্বের জন্য পুরস্কার পেয়েছিলেন সাউথ পয়েন্টের দুই ছাত্র অনীশ মুখার্জি ও দেবার্ঘ্য সরকার। তাঁদের কৃতিত্বকে স্বীকৃতি দিতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং লিঙ্কন ল্যাবরেটরি সম্প্রতি দুটি গ্রহাণুর নাম মুখার্জি ও সরকার রেখেছে। ২০০০ সালের ৪ জানুয়ারি এ দুটি গ্রহাণু আবিষ্কৃত হয়।
সাউথ পয়েন্টের এ দুই কৃতী ছাত্র এবার এইচএসসি পাস করেছেন। অনীশ এখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তড়িৎ প্রকৌশল বিষয়ে এবং দেবার্ঘ্য কল্যাণীতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সে শিক্ষা ও গবেষণার ওপর পড়াশোনা করছেন।

No comments

Powered by Blogger.