গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ মিসরে নোঙর করেছে

ইসরায়েলের হুমকির মুখে গাজা অভিমুখী লিবিয়ার ত্রাণবাহী জাহাজ অ্যামালথিয়া মিসরের এল আরিস বন্দরে নোঙর করেছে। গতকাল রোববার ইসরায়েল ঘোষণা দেয়, জাহাজটি কোনোভাবেই গাজায় প্রবেশ করতে দেওয়া হবে না।
লিবিয়ার প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি পরিচালিত গাদ্দাফি ইন্টারন্যাশনাল চ্যারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ত্রাণ নিয়ে জাহাজটি গত শনিবার গাজার উদ্দেশে যাত্রা করে। গ্রিসের পোর্ট অব লাভিরো থেকে যাত্রা করা ওই জাহাজে প্রায় দুই হাজার টন খাদ্য, ভোজ্যতেল, ওষুধ ও গৃহনির্মাণের সামগ্রী রয়েছে। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, ৯২ মিটার দীর্ঘ ওই জাহাজে অনেকেই আছেন, যাঁরা ফিলিস্তিনিদের সঙ্গে একাত্ম।
ইসরায়েলি মন্ত্রী গতকাল ইসরায়েলি বেতারে বলেন, ইসরায়েল ত্রাণবাহী ওই জাহাজটি কোনোভাবেই গাজায় প্রবেশ করতে দেবে না। এটি গাজায় প্রবেশ করতে দেওয়া হলে ইসরায়েলের নিরাপত্তা মারাত্মক হুমকির মধ্যে পড়বে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক গাজায় ঢোকার চেষ্টাকে ‘অপ্রয়োজনীয় উসকানি’ বলে মন্তব্য করেন।

No comments

Powered by Blogger.