বালাককে সমর্থন শোয়েনস্টাইগারের

জার্মানির বিশ্বকাপ অভিযান শেষে এখন বড় প্রশ্ন, অধিনায়কত্বের বাহুবন্ধনী থাকবে কার হাতে? তবে জার্মানির মিডফিল্ডার বাস্তিয়ান শোয়েনস্টাইগার প্রশ্নের কোনো যৌক্তিকতাই খুঁজে পাচ্ছেন না। তাঁর সাফ কথা, মাইকেল বালাকই থাকুন জার্মানির অধিনায়ক।
জার্মানি দলের অধিনায়কত্ব নিয়ে বিতর্কটা তৈরি হয়েছে বিশ্বকাপে। নিয়মিত অধিনায়ক বালাক চোটের কারণে ছিটকে পড়ার পর নেতৃত্বের আর্মব্যান্ড দেওয়া হয়েছে ফিলিপ লামকে। স্পেনের বিপক্ষে সেমিফাইনালের আগে জার্মানির বিল্ড পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে লাম বলেছিলেন, ইচ্ছে করে অধিনায়কত্ব তিনি ছাড়বেন না।
এ নিয়ে কথাবার্তা হয়েছে অনেক। কোচ জোয়াকিম লো দাঁড়িয়েছেন লামের পক্ষে। কাল তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে উরুগুয়েকে হারানোর পর বালাকের পক্ষ নিয়ে শোয়েনস্টাইগার বললেন, ‘সেই (বালাক) জার্মানি জাতীয় দলের অধিনায়ক। দলে ফিরলে অধিনায়কত্বের আর্মব্যান্ডটাও ফিরে পাবে মাইকেল। ফিলিপ (লাম) মাইকেলের চোটের কারণে অধিনায়কত্ব পেয়েছিল। সে ভালোভাবেই দায়িত্ব পালন করেছে। তবে এক দলে দুই অধিনায়ক থাকার ব্যাপারটা একটু বাড়াবাড়িই হয়ে যায়!’

No comments

Powered by Blogger.