চীনে বন্যায় ৫০ জনের প্রাণহানি

চীনের দক্ষিণাঞ্চলে গত কয়েক দিনের টানা বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৫০ জন প্রাণ হারিয়েছে। নিখোঁজ রয়েছে আরও ১৫ জন।
চীনের বেসামরিক মন্ত্রণালয়ের বিবৃতিতে গত শনিবার এ কথা জানানো হয়েছে।
ওয়েবসাইটে দেওয়া মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এ মাসে শুরু হওয়া বন্যায় নয়টি প্রদেশে এ পর্যন্ত এক কোটি ৭০ লাখ লোক আক্রান্ত হয়েছে। ৪২ হাজার বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। আরও এক লাখ ২১ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। হাজার হাজার একর জমির ফসল তলিয়ে গেছে। বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৩০ কোটি ডলার।
এর আগে গত জুন মাসের বন্যায় চীনে প্রায় ৪০০ জন প্রাণ হারায়। ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, চীনের সবচেয়ে বড় নদী ইয়াংজির পানি বর্তমানে বিপৎসীমার প্রায় ১০ ফুট ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

No comments

Powered by Blogger.