জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনে ভোট গ্রহণ

জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষ কাউন্সিলর পরিষদের নির্বাচনে গতকাল রোববার ভোট নেওয়া হয়েছে। নতুন প্রধানমন্ত্রী নাওতো কান ও ক্ষমতাসীন জোটের জন্য এই নির্বাচনকে গুরুত্বপূর্ণ পরীক্ষা বলে মনে করা হচ্ছে।
ডেমোক্রেটিক পার্টি অব জাপানের (ডিপিজে) নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট কাউন্সিলর পরিষদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার চেষ্টা করছে। তবে নির্বাচনের আগের কয়েকটি জরিপে ক্ষমতাসীন জোট উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে না বলে আভাস দিয়েছে। প্রধানমন্ত্রী নাওতো কানের কর বাড়ানোর প্রস্তাবের বিষয়টি নির্বাচনে প্রভাব ফেলবে বলে ধারণা করা হয়। গতকাল সকাল থেকে শুরু হয়ে স্থানীয় সময় রাত আটটা পর্যন্ত ভোট নেওয়া হয়।
ক্ষমতাসীন জোট ২৪২ আসনের উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারলে যেকোনো আইন পাস করা নিয়ে দারুণ সমস্যার মুখোমুখি হবে। এতে দেশটি রাজনৈতিক অচলবস্থার ঝুঁকির মুখে পড়বে।
নির্বাচনের তহবিল সংগ্রহ-সংক্রান্ত কেলেঙ্কারি ও প্রতিশ্রুতি দিয়েও ওকিনাওয়া থেকে মার্কিন ঘাঁটি সরিয়ে না নেওয়ার জের ধরে পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ইউকিয়ো হাতোইয়ামা। এরপর ৮ জুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন নাওতো কান।

No comments

Powered by Blogger.