রাউলকে ছোঁয়ার অপেক্ষায় ভিয়া

এমনিতেই দুর্দান্ত ফর্মে আছেন। বিশ্বকাপে চার ম্যাচে চার গোল। আজ প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামার সময় ডেভিড ভিয়াকে হাতছানি দেবে একটা রেকর্ডও। দুটি গোল করলেই ছুঁয়ে ফেলবেন রাউলকে। হয়ে যাবেন স্পেনের পক্ষে সর্বোচ্চ গোলের রেকর্ডের যৌথ মালিক। ১০২ ম্যাচে ৪৪ গোল করেছেন রাউল। ভিয়ার ৪২ গোল মাত্র ৬২ ম্যাচে।
ইনিয়েস্তা-জাভিদের নিয়ে গড়া মাঝমাঠ এখন বিশ্বের সেরা। তার পরও গোলের দেখা পেতে কষ্টই করতে হচ্ছে স্পেনকে। ৪ ম্যাচে এখন পর্যন্ত গোল মাত্র ৫টি। এর চারটিই বার্সেলোনায় এই মৌসুমে যোগ দেওয়া ভিয়ার। বোঝাই যাচ্ছে, কেমন ফর্মে আছেন এই স্ট্রাইকার। বিশ্বকাপে এখন তাঁর ৭ গোল। স্পেনের পক্ষে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটা নিজের করে নিয়েছেন এরই মধ্যে।
নিশ্চিতভাবেই রাউলকে টপকে এক সময় জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটাও হয়ে যাবে ভিয়ার একার। বিশ্বকাপের মতো আসরেই সেটি করতে পারলে তো সোনায় সোহাগা!

No comments

Powered by Blogger.