ভারতে শীর্ষ মাওবাদী নেতা আজাদ নিহত

ভারতের মাওবাদী-অধ্যুষিত রাজ্য অন্ধ্র প্রদেশের শীর্ষ মাওবাদী নেতা চেরিপুরি রাজকুমার ওরফে আজাদ পুলিশের সঙ্গে এক সংঘর্ষে নিহত হয়েছেন। সঙ্গে নিহত হয়েছেন আরেক মাওবাদী নেতা চন্দ্রাননা। আজাদ গত চার দশক ধরে মাওবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত। তাঁর বাড়ি অন্ধ্র প্রদেশের কৃষ্ণা জেলায়।
চেরিপুরি রাজকুমারের বিরুদ্ধে ভারতজুড়ে ৩২০টি মামলা রয়েছে। অন্ধ্র প্রদেশ রাজ্য সরকার আজাদকে ধরিয়ে দেওয়ার জন্য ১২ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল।
অন্ধ্র প্রদেশের আদিলাবাদ জেলার ভানখিডির জঙ্গলে মহারাষ্ট্র থেকে একদল মাওবাদী আস্তানা গেড়েছে—এ খবরের ভিত্তিতে রাজ্য পুলিশ গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই জঙ্গলে ওত পাতে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাওবাদীরা গুলিবর্ষণ শুরু করে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল, নয়টি পিস্তলসহ বেশ কিছু গোলাবারুদ উদ্ধার করে। আজাদের নিহত হওয়ার পর মাওবাদী প্রভাবিত ছত্রিশগড়, ওডিশা, বিহার, ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গে কড়া সতর্কতা জারি করা হয়েছে।

No comments

Powered by Blogger.