ক্রুইফের স্পেন-ভিয়া বন্দনা

বিশ্বকাপের শেষের দিকে এসে আবার বহুল উচ্চারিত কথাটির পুনরাবৃত্তি করলেন ইয়োহান ক্রুইফ। সম্ভাব্য শিরোপাজয়ী হিসেবে ভিসেন্তে দেল বস্কের স্পেনকেই দেখতে পাচ্ছেন ডাচ কিংবদন্তি, ‘তাদের সব সুযোগই (শিরোপা জয়ের) আছে।’
আজ প্যারাগুয়ের বিপক্ষে ‘লা ফুরিয়া রোজা’দের কোয়ার্টার ফাইনাল। এই ম্যাচের দুই দিন আগে ক্রুইফের মতো সাবেকের মুখে এমন কথা শুনে নিশ্চয়ই জাভি-ভিয়ারা আরও আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে উঠছেন! অন্যদের কথা বাদ দিন, ডেভিড ভিয়া বিশেষ অনুপ্রাণিত না হয়ে পারেনই না! সাবেক ডাচ তারকার মুখে যে ভিয়া-বন্দনাও, ‘সে ভালো করছে, আক্রমণভাগে কঠোর পরিশ্রম করছে। সতীর্থদের সঙ্গে তার যোগাযোগও ভালো।’
বার্সেলোনায় বসে বার্সা টিভিকে যখন কথাগুলো বলছিলেন ক্রুইফ, তাঁর দেশ হল্যান্ড তখন পুরোদমে প্রস্তুতি নিচ্ছে ব্রাজিলের সামনে দাঁড়ানোর। তবে কি নিজের দেশ হল্যান্ডকে নিয়ে তাঁর কোনো আশাই নেই? নাকি প্রতিপক্ষ ব্রাজিলকে মানসিকভাবে দুর্বল করার চাল চালতেই টোটাল ফুটবলের রূপকারের এই স্পেন-স্তুতি?
অন্য আর দশজনের মতো দুঙ্গার ব্রাজিলের রক্ষণাত্মক ফুটবল খেলার সমালোচনা বরাবরই করেছেন। তবে ‘অত্যন্ত রক্ষণাত্মক ব্রাজিল’, ক্রুইফের সমালোচনার ভাষাটা একটু কড়াই ছিল। বলেছিলেন, ‘এই ব্রাজিলের খেলা দেখার টিকিটের জন্য আমি এক পয়সাও খরচ করতে রাজি নই। আমরা যে ব্রাজিলকে জানি, এই বিশ্বকাপে সেই ব্রাজিল কোথায়? কোথায় ব্রাজিলিয়ান সেই জাদু?’ ক্রুইফের ছোড়া তীরে দুঙ্গা এবং তাঁর দল বিদ্ধ হয়ে ভূপাতিত হয় কি না, নাকি হল্যান্ডকেই আরেকবার হারিয়ে ক্রুইফের সমালোচনার পাল্টা জবাব দিয়ে দিয়েছেন দুঙ্গাবাহিনী, সেই উত্তর নিশ্চয় জেনেছেন গত রাতেই

No comments

Powered by Blogger.