সেরা প্রেসিডেন্টের তালিকায় ওবামা ১৫তম

যুক্তরাষ্ট্রের সেরা প্রেসিডেন্টদের তালিকায় ১৫তম স্থান দখল করে নিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা। এ তালিকায় তাঁর কিছুটা ওপরে স্থান পেয়েছেন বিল ক্লিনটন। তিনি হয়েছেন ১৩তম সেরা প্রেসিডেন্ট। সেরা প্রেসিডেন্টদের তালিকায় সবার ওপরে স্থান করে নিয়েছেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। যুক্তরাষ্ট্রের ৪৩ জন প্রেসিডেন্টের মধ্যে এ তালিকায় ওবামার পূর্বসূরি ও ইরাক যুদ্ধের হোতা জর্জ ডব্লিউ বুশের স্থান হয়েছে ৩৯ নম্বরে।
যুক্তরাষ্ট্রের সিয়েনা কলেজ কর্তৃপক্ষ ২৩৮ জন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট বিশেষজ্ঞদের মধ্যে জরিপ চালিয়ে এ তালিকাটি তৈরি করে। জরিপে অংশগ্রহণকারীরা প্রেসিডেন্টদের চারিত্রিক সরলতা, সততা, বিজ্ঞতা, ঝুঁকি নেওয়ার যোগ্যতা বিভিন্ন দিক বিবেচনা করে তালিকা তৈরি করতে বলা হয়। তাঁদের তালিকানুসারে পরবর্তীকালে সেরা প্রেসিডেন্ট নির্ধারণ করা হয়।
তালিকায় ১৮তম স্থানে আছেন রোনাল্ড রিগ্যান। ১৯৮২ সাল থেকে তিনি এ অবস্থানেই আছেন। বিশেষজ্ঞদের বিচারে তালিকায় সেরা পাঁচজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন থিওডোর রুজভেল্ট, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন ও টমাস জেফারসন।

No comments

Powered by Blogger.