যুক্তরাষ্ট্রে মহামন্দার পরে আর্থিক খাত সংস্কারের বৃহত্তম বিল অনুমোদন
আমেরিকার ওয়ালস্ট্রিট তথা ব্যাংকসহ আর্থিক খাতের সংস্কারের লক্ষ্যে আনা একটি ঐতিহাসিক বিল চূড়ান্তভাবে অনুমোদন করেছে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ।
১৯৩০ সালের মহামন্দার পরে এটিই হচ্ছে আমেরিকায় আর্থিক খাতের সংস্কারে সবচেয়ে বড় বিল।
প্রেসিডেন্ট বারাক ওবামা স্বাক্ষর করার পরে চলতি সপ্তাহের শেষ দিকে বিলটি অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে। তবে বিলটির ওপর সিনেটে ভোটাভুটি হবে মধ্য জুলাইয়ের দিকে।
২০০৭-০৯ সালের অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ব্যাংকসহ আর্থিক খাতের সংস্কারে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা অঙ্গীকার করেছিলেন।
প্রতিনিধি পরিষদে বিলটির পক্ষে ২৩৭টি ভোট পড়ে। আর বিপক্ষে ভোট দেন ১৯২ জন কংগ্রেসম্যান। ঝুঁকিপূর্ণ বিনিয়োগপ্রবণতা ঠেকাতে এটি হবে নিয়ন্ত্রক সংস্থার জন্য একটি হাতিয়ার বা উপকরণ।
বিলটি অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বারাক ওবামা এক বিবৃতিতে বলেন, এটি হচ্ছে আমেরিকার সব নাগরিকের বিজয়, যাঁরা বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন অর্থনৈতিক লেনদেনের কারণে দুর্ভোগের মুখে পড়েছিলেন। কারণ এতে লাখ লাখ মানুষ তাঁদের চাকরি হারান এবং দেশের কয়েক লাখ কোটি ডলারের ক্ষতি হয়।
১৯৩০ সালের মহামন্দার পরে এটিই হচ্ছে আমেরিকায় আর্থিক খাতের সংস্কারে সবচেয়ে বড় বিল।
প্রেসিডেন্ট বারাক ওবামা স্বাক্ষর করার পরে চলতি সপ্তাহের শেষ দিকে বিলটি অনুমোদনের জন্য মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে বলে ধারণা করা হচ্ছে। তবে বিলটির ওপর সিনেটে ভোটাভুটি হবে মধ্য জুলাইয়ের দিকে।
২০০৭-০৯ সালের অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ব্যাংকসহ আর্থিক খাতের সংস্কারে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা অঙ্গীকার করেছিলেন।
প্রতিনিধি পরিষদে বিলটির পক্ষে ২৩৭টি ভোট পড়ে। আর বিপক্ষে ভোট দেন ১৯২ জন কংগ্রেসম্যান। ঝুঁকিপূর্ণ বিনিয়োগপ্রবণতা ঠেকাতে এটি হবে নিয়ন্ত্রক সংস্থার জন্য একটি হাতিয়ার বা উপকরণ।
বিলটি অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বারাক ওবামা এক বিবৃতিতে বলেন, এটি হচ্ছে আমেরিকার সব নাগরিকের বিজয়, যাঁরা বেপরোয়া ও দায়িত্বজ্ঞানহীন অর্থনৈতিক লেনদেনের কারণে দুর্ভোগের মুখে পড়েছিলেন। কারণ এতে লাখ লাখ মানুষ তাঁদের চাকরি হারান এবং দেশের কয়েক লাখ কোটি ডলারের ক্ষতি হয়।
No comments