দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তল্লাশি

দক্ষিণ কোরিয়ার সরকারি কৌঁসুলিরা গতকাল শুক্রবার দেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তল্লাশি চালিয়েছেন। প্রেসিডেন্টের সমালোচনামূলক একটি ভিডিওচিত্র ইন্টারনেটে প্রচারের ঘটনা প্রধানমন্ত্রীর কার্যালয়ের এথিকস কর্মকর্তারা অবৈধভাবে তদন্ত করেন, এ অভিযোগের ভিত্তিতে এ তল্লাশি চালানো হয়। একজন কোরীয় নাগরিক ওই ভিডিওচিত্র প্রচার করেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, কৌঁসুলিরা কার্যালয়ের কম্পিউটার সার্ভার ও চারজন এথিকস কর্মকর্তার নথিপত্র জব্দ করেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, ওই চার কর্মকর্তা ২০০৮ সালে দক্ষিণ কোরিয়ার একটি আর্থিক প্রতিষ্ঠানের প্রধানের ওপর নজরদারি চালান বলে অভিযোগ রয়েছে। আর্থিক প্রতিষ্ঠানের ওই কর্মকর্তা প্রেসিডেন্ট লি মিউং বাকের সমালোচনামূলক একটি ভিডিওচিত্র ইন্টারনেটে প্রচার করার পর ওই তদন্ত চালানো হয়। এ খবর সম্পর্কে তাৎক্ষণিকভাবে সরকারি কৌঁসুলিদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এথিকস কর্মকর্তাদের দায়িত্ব হচ্ছে সন্দেহভাজন দুর্নীতিবাজ সম্পর্কে তদন্ত করা। কর্মকর্তারা জানান, এথিকস কর্মকর্তারা কোনো সাধারণ নাগরিকের ব্যাপারে তদন্ত চালাতে পারেন না।

No comments

Powered by Blogger.