১৩৫ দিন পর অনশন ভাঙলেন গুইলারমো

কিউবার শীর্ষ ভিন্নমতাবলম্বী গুইলারমো ১৩৫ দিনের মাথায় গত বৃহস্পতিবার অনশন ভেঙেছেন। সরকার ৫০ জনের বেশি রাজবন্দীকে মুক্তির আশ্বাস দেওয়ার পর তিনি অনশন ভাঙলেন।
অনশন ভাঙার পর গুইলারমো এক বিবৃতিতে বলেছেন, ‘আমার এই অনশনের মাধ্যমে কেউ হারেনি, আবার কেউ জেতেনি। জিতেছে কিউবা, জয় হয়েছে দেশের মানুষের।’
অনশন শুরুর দুই সপ্তাহের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়ার পর গত ফেব্রুয়ারি থেকে গুইলারমোকে সান্তা ক্লারা শহরের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। ওই সময় আরেক ভিন্নমতাবলম্বী অরল্যান্ডো জাপাতা ৮৫ দিন অনশনের মাথায় মারা যান।
গত বুধবার সরকার আকস্মিকভাবে ৫২ জন রাজনৈতিক বন্দীকে মুক্তি দিতে রাজি হয়। ২০০৮ সালে রাউল কাস্ত্রো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম এত বেশি বন্দীকে মুক্তির ঘোষণা দিল সরকার। কিউবা সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিভিন্ন দেশ।

No comments

Powered by Blogger.