যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া নৌ-মহড়ার পরিকল্পনা

পীতসাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে নৌ-মহড়ার আয়োজন করবে দক্ষিণ কোরিয়া। গতকাল শুক্রবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ কথা জানান। প্রতিবেশী দেশ উত্তর কোরিয়ার উসকানিমূলক তৎপরতাকে নিরুৎসাহ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। এই মহড়ার কঠোর বিরোধিতা করেছে চীন।
মুখপাত্র ওন তায়ে-জায়ে বলেন, এই নৌ-মহড়ার তারিখ ও প্রণালি এখনো ঠিক হয়নি। তবে এটি ঠিক যে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের এই যৌথ সামরিক মহড়া চলবে। তিনি বলেন, উত্তর কোরিয়া পীতসাগরে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়ে যে বেআইনি কাজ করেছে, তাদের এই উসকানিমূলক আচরণ দমাতেই যৌথ নৌ-মহড়া চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
চীন গত বৃহস্পতিবার এই নৌ-মহড়ার ব্যাপারে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে দিয়েছে। উত্তর কোরিয়ার সঙ্গে এখন এই দুই দেশের সম্পর্কের যে টানাপোড়েন চলছে, মহড়ার আয়োজন করে উত্তেজনা আর না বাড়াতে অনুরোধ করেছে চীন।

No comments

Powered by Blogger.