লেনদেনে চাঙাভাব, সূচকও বেড়েছে

ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) আজ বুধবার লেনদেনে ছিল চাঙাভাব। সাধারণ সূচকও ২৬ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৪৯৫ পয়েন্টে। আজ বুধবার ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৮৯ কোটি টাকার। লেনদেন হওয়া মোট ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫৯টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে, কমেছে ৭৯টি প্রতিষ্ঠানের। অপরিবর্তিত রয়েছে মোট ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস, আফতাব অটো মোবাইলস, বেক্সিমকো, সিটি ব্যাংক ও লংকা-বাংলা ফিন্যান্স।
দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো ফিডেলিটি অ্যাসেট অ্যান্ড সিকিউরিটিজ কোম্পানি, আফতাব অটো মোবাইলস, অ্যাপেক্স ফুডস, অ্যাপেক্স ওয়েভিং ও সিঙ্গার বাংলাদেশ।
দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো সমতা লেদার, বেক্সিমকো টেক্সটাইল, আইসিবি এএমসিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও গ্রামীণ ১ স্কিম ২ ফান্ড।

No comments

Powered by Blogger.