আগামী রোববার থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া

উত্তর কোরিয়াকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া জাপান সাগরে বড় ধরনের একটি যৌথ সামরিক মহড়া করতে যাচ্ছে। এতে ২০টি জাহাজ ও ২০০ বিমান নিয়ে আট হাজার সেনাসদস্য অংশ নেবেন। মার্কিন সেনাবাহিনী গতকাল মঙ্গলবার এ তথ্য জানায়।
মার্কিন নেতৃত্বাধীন জাতিসংঘের কমান্ড এক বিবৃতিতে জানায়, উত্তর কোরিয়ার যেকোনো ধরনের হুমকি মোকাবিলায় আগামী ২৫ থেকে ২৮ জুলাই পর্যন্ত ওই মহড়া অনুষ্ঠিত হবে। দ
দক্ষিণ কোরিয়ায় সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস ও দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম তায়ে ইয়াংয়ের মধ্যে বৈঠকের পর সামরিক মহড়ার তারিখ ঘোষণা করা হয়।
মহড়ায় অংশ নেওয়া জাহাজগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের বিমান বহনকারী ৯৭ হাজার টনের ইউএসএস জর্জ ওয়াশিংটনসহ কয়েকটি ডুবোজাহাজও থাকবে। এ ছাড়া দেশ দুটির আট হাজার সেনা, বিমান ও নৌবাহিনীর সদস্য এবং মেরিন কর্মকর্তারা মহড়ায় অংশ নেবেন।
গত মার্চে দক্ষিণ কোরিয়ার একটি যুদ্ধজাহাজডুবির ঘটনাকে কেন্দ্র করে দুই কোরিয়ার মধ্যে যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

No comments

Powered by Blogger.