ইরাকে মার্কিন সেনার নিয়ন্ত্রণাধীন শেষ কারাগার হস্তান্তর

মার্কিন সেনারা ইরাকে তাদের নিয়ন্ত্রণাধীন শেষ কারাগার ক্যাম্প ক্রপারের কর্তৃত্ব গতকাল বৃহস্পতিবার ইরাকি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। এর মাধ্যমে ইরাকে মার্কিন সেনাবাহিনীর দখলদারির সবচেয়ে বিতর্কিত অধ্যায়গুলোর একটির সমাপ্তি ঘটল।
বাগদাদের পশ্চিমে অবস্থিত এই কারাগারে এক হাজার ৬০০ জন বন্দী রয়েছে। ২০০৩ সালের মার্চে মার্কিন নেতৃত্বাধীন ইরাকে অভিযান পর এই কারাগার স্থাপন করা হয়। সাদ্দাম হোসেনের শাসনামলের জ্যেষ্ঠ নেতাদের জন্য এই কারাগার চালু করা হয়। ২০০৩ সালের নভেম্বরে সাদ্দাম হোসেন গ্রেপ্তার হওয়ার পর তাঁকে এই কারাগারে রাখা হয়। তাঁর ফাঁসিও কার্যকর করা হয় এই কারাগারে।
ইরাকের মার্কিন সেনারা এক লাখের বেশি বন্দীকে আটক করে। এসব বন্দীকে নিজস্ব নিয়ন্ত্রণাধীন কারাগারে রাখে তারা। পরবর্তী সময়ে এসব কারাগারের কর্তৃত্ব ইরাকি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। ২০০৯ সালের সেপ্টেম্বরে দক্ষিণাঞ্চলীয় নগর বসরার কাছে অবস্থিত কারাগার ক্যাম্প বুকা বন্ধ করে দেওয়া হয়। এ বছরের শুরুতে বাগদাদের উত্তরে ক্যাম্প তাজি বন্ধ করে দেওয়া হয়।

No comments

Powered by Blogger.